Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপি প্রার্থীর বাড়িতে গিয়ে তোফায়েল আহমেদের ব্যাতিক্রমী প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৭ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভোলা-১ আসনে হেভিওয়েট আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যাতিক্রমী প্রচারণা চালিয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের বাসভবনে গিয়ে শুভেচ্ছো বিনিময়সহ কোলাকুলি করেন। এ সময় তিনি বিএনপি প্রার্থীকে অভয় দিয়ে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সকলেই প্রচার-প্রচারণা চালাবে এতে কোনো বাধা নেই। এখানে রাজনৈতিক কোনো হানাহানি নেই।

শনিবার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা শহরের মহাজনপট্টি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের বাসায় গিয়ে এসব কথা বলেন। এ সময় বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরও সন্তোষ প্রকাশ করেছেন।

তোফায়েল আহমেদের এ ধরনের প্রচারণা ভোলার নির্বাচনী ইতিহাসে প্রথম দৃষ্টান্ত।

তোফায়েল আহমেদ ভোলা শহরের প্রধান সড়ক বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও কালিনাথ রায় বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় সদর রোডে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে।

তোফায়েল আহমেদ বলেন, ভোলার প্রধান সমস্যা ছিল নদীভাঙন। তা আমি রোধ করেছি। এখন আমার স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। সেটাও করব।

Bootstrap Image Preview