Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নায়িকা নয়, শাকিবের বোন মৌমিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:১১ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:১১ PM

bdmorning Image Preview


শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো ছবি নির্মাণ করতে যাচ্ছেন স্বনামধন্য নির্মাতা কাজী হায়াৎ। ‘বীর’ নামের ছবিটির শুটিং শুরুর আগেই বেশ আলোচনায় এসেছে। এরই মধ্যে একাধিক সিনেমা হলে বুকিং মানি পেয়েছে ছবিটি। সম্প্রতি ছবির নায়িকা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। এতে দ্বিতীয় নায়িকা হিসেবে মৌমিতার নাম শোনা গেলেও ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল জানালেন, খবরটি সঠিক নয়।

এ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘আমি বেশ কিছু নিউজ দেখেছি যে আমার ‘বীর’ ছবিতে শাকিব খানের দ্বিতীয় নায়িকা হিসেবে কাজ করছেন মৌমিতা মৌ। খবরটা কে কোথায় পেল, আমি বুঝতে পারছি না। ছবির একটি চরিত্রের জন্য আমি মৌমিতাকে নিয়েছিলাম। সেই চরিত্র হচ্ছে শাকিব খানের বোনের চরিত্র, দ্বিতীয় নায়িকা নয়। ছবিতে নায়িকা হিসেবে কাজ করবেন দুজন। কে বা কারা কাজ করছেন, বিষয়টি এখনই আমরা বলতে পারছি না। তবে যেহেতু আগামী মাসের ১০ তারিখ শুটিং শুরু হবে, এরই মধ্যে আমরা তাদের সিলেক্ট করব।’

তিনি আরো বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই পাশে থাকার জন্য। আমি ছবিটি শুরু করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে। সিনেমা হল মালিকরা টাকা দিয়ে ছবিটি বুকিং করছেন। কবে মুক্তি দেবো, সেটি জানতে চাইছেন সবাই। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আশা করি, ভালো একটি দিনেই ছবিটি মুক্তি পাবে।’

প্রসঙ্গত, ‘বীর’ শিরোনামের ছবিটি মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন শাকিব খান। তিনি এর আগে শাকিব ও বুবলী অভিনীত ‘শুটার’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছিলেন। ২০১৬ সালে ঈদুল ফিতরে দেশের ১৫২টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি।

Bootstrap Image Preview