Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আবার বসন্ত’ নিয়ে ফিরছেন স্পর্শিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৩ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৩ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারিক আনাম খান ও অর্চিতা স্পর্শিয়া।

‘আবার বসন্ত’ নামের এই ছবি দিয়ে প্রায় ৩ বছর পর আবার পরিচালনায় ফিরছেন পরিচালক অনন্য মামুন।

ট্যাম মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য এ ছবির শুটিং রোববার থেকে শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুটিং চলবে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অনন্য মামুন।

নতুন ছবি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকদিন পর নতুন ছবির কাজ শুরু করলাম। এর মাঝে অন্যান্য অনেক কাজ করেছি। সেগুলোতে শান্তি পেলেও তৃপ্ততা নেই। কারণ আমার মূল কাজ সিনেমা তৈরি। সেটাকে বাদ দিয়ে অন্য কিছু নিয়ে পড়ে থাকা ভালো লাগছিল না। তবে সব ধরনের কাজকেই আমি সম্মানের সঙ্গে সমান গুরুত্ব দিয়ে করি। ছবি নির্মাণে বিরতির মধ্যে যে কাজগুলো করেছি ভবিষ্যতেও সে ধরনের কাজে নিজেকে জড়িত রাখব। তবে ছবি নির্মাণের প্রায়োরিটি বেশি থাকবে।’

নতুন ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ না বাবা- এ প্রশ্ন নিয়েই সিনেমার গল্প। সময় এসেছে পরিবর্তনের। পাঁচ গান, দুই ফাইটের গল্প ছাড়া সিনেমা হবে না সেই ধারণা বদলাতে হবে। গল্পই সবচেয়ে বড় স্টার।’

সর্বশেষ এ পরিচালকের মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘আমি তোমার হতে চাই’। ছবিটি ২০১৬ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল। এরপর চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় সমিতির প্রতি সম্মান জানিয়ে কোনো ছবি নির্মাণ করেননি তিনি। বর্তমানে সব জটিলতা কাটিয়ে আবারও ছবি পরিচালনায় মনোযোগী হয়েছেন।

প্রসঙ্গত, অনন্ত জলিলের ‘মোস্টওয়েলকাম’ ছবি দিয়ে পরিচালনায় আসা অনন্য মামুনের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘ব্ল্যাকমেইল’, ‘ভালোবাসার গল্প’, ‘অস্তিত্ব’। অস্তিত্ব ছবিতে অভিনয় করে নুসরাত ইমরোজ তিশা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

বর্তমানে অনন্য মামুন পরিচালিত ‘বন্ধন’ নামে একটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়াও তার পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’ সেন্সরে জমা দেয়া হয়েছে। শিগগিরই এ ছবিটিও মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।

 

Bootstrap Image Preview