ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা রত্না কাজী মারুফের নায়িকা হয়ে ‘ইতিহাস’ চলচ্চিত্রে এক সময় দর্শকদের মন মাতিয়েছিলেন। এখনও ‘তুমি কই তুমি কই’ গানের মাধ্যমে হারিয়ে যাওয়া সেই রোমান্টিক রত্নাকে খুঁজেন দর্শকবৃন্দরা। কিন্তু দীর্ঘদিন ধরে পর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।
চলচ্চিত্রাঙ্গনের বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্য করা গেলেও দীর্ঘ দিন ধরে তাকে আর এই চলচ্চিত্র জগতে দেখা যাচ্ছে না। তবে নতুন খবর হলো দীর্ঘদিন এই বিরতি কাটানোর পর আবারও ফিরেছেন রত্না। কিন্তু নতুন কোন সিনেমা নিয়ে নয়। তাকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মধ্যে দিয়ে। সম্প্রতি তিনি একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন।
এই প্রসঙ্গে রত্না বলেন,‘অনেকদিন পর আবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। একটি বিজ্ঞাপনের কাজ করছি। এই বিজ্ঞাপনটির শুটিং চলছে গাজীপুরের সদর উপজেলা হোতাপাড়ায় এবং খুব শীগ্রই সেটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু করা হবে।’
তিনি বলেন, ‘তার অভিনীত কিছু ছবি এখনও মুক্তির অপেক্ষায় আছে। আর কিছু ছবির শুটিং এখনও বাকী আছে । আর সেইসঙ্গে যদি মৌলিক কোন গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে কাজের প্রস্তাব পায় তাহলে নতুন করে আবারও কাজ শুরু করবো।’
২০০২ সালে সেলিম আজমের পরিচালনায় ‘কেন ভালোবাসলাম’ সিনেমাটির মাধ্যমে জনপ্রিয় অভিনেতা ফেরদৌসের নায়িকা হয়ে প্রথম চলচ্চিত্রে নাম লেখান এই চিত্রনায়িকা। এরপর কাজী হায়াত পরিচালিত ‘ইতিহাস’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন এবং ২০১৪ সালে ‘সেদিন বৃষ্টি ছিল’ সিনেমায় তাকে সর্বশেষ দেখা যায়।
অভিনয়ের পাশাপাশি তিনি তামান্না ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা গড়ে তুলেছিলেন। আর এই প্রতিষ্ঠানের ব্যানারেই নির্মিত হয়েছিলো তার সর্বশেষ সিনেমা ‘সেদিন বৃষ্টি ছিল’ এবং এটি যৌথভাবে পরিচালনা করেছিলেন শাহিন-সুমন।