Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলা-২ঃ আ’লীগের মনোনয়নপত্র জমা দিলেন আলী আজম মুকুল

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৫:৫৩ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে ভোলা-২ আসনে থেকে মনোনয়নপত্র জমা দিলেন আলী আজম মুকুল।

আজ বুধবার দুপুরে দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটাানিং অফিসার জিতেন্দ্র কুমার নাথের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

 মনোনয়নপত্র জমা শেষে আলী আজম মুকুল তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে আপনাদের মাঝে ২য় বার দলীয় নমিনেশন দিয়ে পাঠিয়েছেন। তিনি আরোও বলেন, মানুষের যেভাবে দোয়া, সমর্থন ও ভালোবাসা পেয়েছি দলমত নির্বিশেষে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আমাকে বিজয় করবে বলে আমার বিশ্বাস। পরে তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও ভোলা-২ আসনের লাখো মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া কামনা করেন।

এসময় তার সাথে ছিলেন, দৌলতখান উপজেলা আ’লীগের সভাপতি মো: নাছির আহমেদ খান, সহ-সভাপতি মঞ্জুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার প্রমূখ।

Bootstrap Image Preview