Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসি ছাড়া কারও মিটিংয়ে যেতে পারবেননা রিটার্নিং কর্মকর্তারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১০:১৮ AM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১০:১৮ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্বাচন কমিশনের সম্মতি ছাড়া কর্মস্থলের বাইরে যাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইসি।

ইসি ছাড়া কারও মিটিংয়ে যেতে পারবেননা রিটার্নিং কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে ইসি।

প্রতিটি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

ইসির উপসচিব আবদুল হালিম খানের সই করা চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সময়ে রিটার্নিং অফিসারের চাকরি নির্বাচন কমিশনে ন্যস্ত থাকায় ইসির সম্মতি ছাড়া তারা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এ ছাড়া সরকারের কোনো উন্নয়ন অথবা প্রশাসনিক এবং নির্বাচন সংক্রান্ত কোনো ব্রিফিংয়ে তাদের অংশগ্রহণ না করার বিষয়ে ইসি নির্দেশ দিয়েছে।

Bootstrap Image Preview