Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেলোয়ার হোসাইন শরীফ, কুবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৫:৫৬ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৫:৫৬ PM

bdmorning Image Preview


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪০১নং কক্ষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ কুবির ব্যবস্থাপনায় এ সেমিনারের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও শিক্ষক সমিতির সভাপতি ড.মো.অাবু তাহের এর উদ্ভোধনের মাধ্যমে শুরু হয় এ সেমিনার।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদ কুবির অাহবায়ক মোহাম্মদ জব্বার অালী। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.এমরান কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন.এম.রবিউল অাউয়াল চৌধুরী। 

সেমিনারে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন, ফিন্যান্স এন্ড ব্যাকিং বিভাগের সহকারী  অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। 

অালোচনা সভায় অালোচক হিসাবে উপস্থিত ছিলেন, কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড.মোহাম্মদ অাব্দুল ওদুদ, অধ্যক্ষ অাল্লামা মুফতী মুহাম্মদ অাবদুল মতিন, মুহাদ্দিস কুমিল্লা ইসলামীয়া অালিয়া কামিল মাদরাসা, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন অাল অাজহারী।

এছাড়া অারও উপস্থিত ছিলেন, সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু, মার্কেটিং বিভাগের প্রভাষক অাওলাদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

 

Bootstrap Image Preview