Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আনতে ইসি'র উদ্যোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১০:৪৫ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১০:৪৫ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আনতে নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যে কারণে ভিসা প্রক্রিয়া সহজ এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

রবিবার (২৫ নভেম্বর) বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত এক বৈঠকে এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসেনি বললেই চলে। তাই নির্বাচন কমিশন এবার বিদেশিদের আকর্ষণে নানা উদ্যোগ নিয়েছে।

বৈঠক সূত্র  সূত্র জানিয়েছে, ভিসা প্রক্রিয়ায় কাউকে অন অ্যারাইভাল আবার কাউকে দূতাবাস থেকে দেওয়ার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে কারো ভিসার মেয়াদ ২১ দিন, কারো ৩০ দিন দেওয়ার সিদ্ধান্তও রয়েছে। এছাড়া বিমানবন্দরে হেল্প ডেস্ক খোলা, দ্রুততার সঙ্গে পুলিশি ছাড়পত্র দেওয়ার ব্যবস্থাও থাকছে। একই সঙ্গে বিদেশি সাংবাদিকদের সহযোগিতায় তথ্য সেল খোলার জন্য তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview