বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনয়ন লাভের ৪১টি আবেদনের মধ্যে ১৫ জনের প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে। ১৫ জন প্রার্থী পার্টির প্রতীক ‘কোদাল’ মার্কায় নির্বাচন করবেন।
রবিবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চুড়ান্ত করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন- পার্টির মনোনয়ন বোর্ডের সদস্য কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।
আজকের মধ্যে এই প্রার্থীদের কাছে পার্টির নির্বাচনী প্রতীক ‘কোদাল’ মার্কার কাগজপত্র পাঠানো হচ্ছে।
এছাড়া আগামীকাল ২৬ নভেম্বর সকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। কয়েকটি মনোনয়নের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেখানে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুড়ান্ত প্রার্থীরা হচ্ছেন- গাইবান্ধা- ৪ ছামিউল আলম রাসু, বগুড়া- ১ সিপন কুমার রবিদাস, বগুড়া- ৭ মো. শাহাদাৎ হোসেন শান্ত, নওগাঁও- ৫ আমজাদ হোসেন মুরাদ, পাবনা- ২ শেখ মো. নাসির উদ্দিন, নাটোর- ১ আনছার আলী দুলাল, খুলনা- ৪ কে.এম আলীদাদ, নেত্রকোনা- ২ সজিব সরকার রতন, কিশোরগঞ্জ- ৫ ডা. খন্দকার মোসলেউদ্দীন, মুন্সিগঞ্জ ৩ শেখ মো. শিমুল, ঢাকা- ১ মো. সেকান্দার হোসেন, নারায়নগঞ্জ- ৪ মো. মাহমুদ হোসেন, মৌলভীবাজার- ২ প্রশান্ত দেব ছানা, রাঙ্গামাটি- জুঁই চাকমা, নেত্রকোনা- ৪ আবু লাহাব নাইমুদ্দিন।