Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইভিএমে ভোটগ্রহণ ছয় আসনে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১১:২৭ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১১:২৭ AM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ৩০০ আসনের কোন ছয়টিতে ইভিএম ব্যবহার করা হবে, তা এখনো ঠিক হয়নি। দৈবচয়নের ভিত্তিতে আগামী ২৮ নভেম্বর এ আসনগুলো ঠিক করা হবে।

শনিবার (২৪ নভেম্বর) কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি সচিব বলেন, কোথায় কোথায় ইভিএম ব্যবহার করা হবে, তা নিয়ে রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। আজ ৪০তম কমিশন সভায় দেশের ৩০০ আসনের মধ্যে সর্বসম্মতিক্রমে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়।

ইসি সচিব বলেন, কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। আগামী ২৮ নভেম্বর গণমাধ্যমের সামনে দ্বৈবচয়নের মাধ্যমে আসনগুলো নির্ধারণ করা হবে।

কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে এমন প্রশ্নে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, কোন কোন আসনে হবে, এটি নির্ধারণের আগে কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে তা বলা সম্ভব নয়। তবে শহরাঞ্চলের আসন হিসেবে প্রতি আসনে গড়ে ১৫০ কেন্দ্র হিসাব করলে ৯০০ কেন্দ্রের মতো হতে পারে।

কিসের ভিত্তিতে এ সিদ্ধান্ত হয়েছে, এমন প্রশ্নে ইসি সচিব বলেন, কেন্দ্রের সার্বিক অবস্থা, প্রশিক্ষণরত কর্মকর্তাদের সক্ষমতা ও সার্বিক বিষয়ে বিবেচনা করে এ সিদ্ধান্ত হয়েছে।

ইসি সচিব আরও বলেন, সাধারণ নির্বাচনী কর্মকর্তা ও সেনাবাহিনীর সংমিশ্রণে ইভিএম পরিচালনা করা হবে। এ জন্য আগামীকাল রবিবার (আজ) সেনাবাহিনীর সিগন্যাল কোরের কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণপ্রাপ্ত এ কর্মকর্তারা যার যার বিভাগে গিয়ে আরও সদস্যদের প্রশিক্ষণ দেবে। ভোটকেন্দ্রে সেনাবাহিনীর সিগন্যাল কোরের সদস্যরা টেকনিক্যাল সাপোর্টও দেবে।

বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তির পরও ইভিএম ব্যবহার হওয়ার কারণ জানতে চাইলে ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। ডিজিটাল ব্যবস্থাপনায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শিক্ষিত হচ্ছে। এসব বিবেচনা করে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।

এদিকে ইভিএমে ভোটগ্রহণের বিধান সংযোজনকালে নির্বাচন কমিশার মাহবুব তালুকদার বিরোধিতা করে কমিশন সভা বর্জন করেছিলেন। তবে গতকাল ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত গ্রহণমূলক কমিশন সভায় বিরোধিতা করেননি। ইসি সূত্র জানায়, তিনি এ বিষয়ে মিটিংয়ে কোনো কথা বলেননি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৪০ হাজার ১৯৯টি কেন্দ্রে ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর মধ্যে ৯০০টির মতো কেন্দ্রে ইভিএমে ভোট হবে।স্থানীয় নির্বাচনে রংপুর, খুলনা, গাজীপুর ও বরিশাল সিটি নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

Bootstrap Image Preview