Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্থানীয় জনপ্রতিনিধিরা পদে থেকে প্রার্থী হতে পারবেন না: ইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM

bdmorning Image Preview


আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারি সুবিধাভোগীরা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাদের পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে।

শনিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। নতুবা তারা প্রার্থী হতে পারবেন না। কমিশনের কাছে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে কেউ কেউ অনুরোধ করেছিলেন।

ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, আদালতের পর্যবেক্ষণে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদকে ‘লাভজনক’ বলা হয়েছে। সেক্ষেত্রে ওই পদে বহাল থেকে সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। একইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয়েও একই ধরনের নির্দেশনা থাকবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত আইনি ব্যাখ্যাগুলো তুলে ধরা হবে। তারা মনোনয়নপত্র বাছাইয়ের সময় সে অনুযায়ী সিদ্ধান্ত দেবেন। তারপরও কোনও বিষয়ে আপিল হলে তা নির্বাচন কমিশনে আসবে। কমিশন ওই বিষয়ে সিদ্ধান্ত দেবে।

তিনি বলেন, কমিশন মনে করে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের পদ লাভজনক। আর গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারের লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। বিষয়টি মাথায় রেখে কাজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া হবে।

ইসির নির্দেশনা কার্যকর হলে ইউপি, পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা পদে থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

Bootstrap Image Preview