ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে গ্রাহকদের দারুণ এক অফার দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক টাইগারএয়ার নামের এয়ারলাইন। এই অফারের আওতায় ফিরতি টিকিট হিসেবে মাত্র ১ ডলার বা ৮৪ টাকা দিয়ে বিমান ভ্রমণ করা যাবে। শুধু অস্ট্রেলিয়ার মধ্যেই এ সুযোগটি প্রযোজ্য।
আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই অফার দেয়া হচ্ছে। ইতোমধ্যে এডিলেড, হুইটসানডেইজ এবং পার্থ- এর বরাদ্দকৃত ফিরতি টিকিট শেষ হয়ে গেছে।
জানা গেছে, নতুন এই অফারের ফলে অস্ট্রেলিয়ার সিডনি থেকে কফস হারবারে ফিরতে বাঁচবে ৬৯.৯৫ ডলার। আর গোল্ড কোস্ট, ব্রিসবেন, মেলবোর্ন ও কেয়ার্নসে ফিরতে বাঁচবে যথাক্রমে ৭১ দশমিক ৯৫, ৭৯ দশমিক ৯৫, ৮৩ দশমিক ৯৫ এবং ১৪৪ দশমিক ৯৫ ডলার করে।