Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, জানুয়ারী ২০২৬ | ২২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোর বয়সেই বিমান চুরি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০১:২৩ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০১:২৩ PM

bdmorning Image Preview


হলিউডের কোনও কমেডি ছবির দৃশ্য নয়, বাস্তবেই ১৪ ও ১৫ বছরের দুজন কিশোর আমেরিকার উটা থেকে একটি ছোট এরোপ্লেন চুরি করার জন্য গ্রেফতার হয়েছে!

তদন্তকারীরা অনুসন্ধান করতে গিয়ে জানতে পারেন, এই সপ্তাহেই ওই দুই টিনএজার নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে পূর্ব উটায় চলে আসে। উটার জেনসেন অঞ্চলে এসে বন্ধুদের সঙ্গে থাকতে শুরু করে তারা। থ্যাঙ্কস গিভিং ডে-এর দিন সকালে একটি ট্রাক্টর চালিয়ে ওই প্রাইভেট এয়ারস্ট্রিপে যায় দুই বন্ধু।

তারপরই চুরি করে নেয় এক ইঞ্জিনের বিমানটি। চুরি করার কিছুক্ষণের মধ্যেই বিমান চালিয়ে উড়তে শুরু করে দুজন। উড়তে উড়তে পৌঁছে যায় ভার্নালে। সেখানকার একটি ছোট বিমানবন্দরেই বিমানটি নিয়ে নেমে আসে তারা। পরে তাদের গ্রেফতার করা হয়।

Bootstrap Image Preview