দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় হাজার হাজার নারী-পুরুষ ভক্ত পূণ্যার্থীর উপস্থিতিতে মন্দির অঙ্গন মুখোরিত। মধ্যরাতে অনুষ্ঠিত হবে রাস উৎসব।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মাহমুুদুল আলম।
এসময় জেলা প্রশাসক রাস মেলার বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এদেশে সকল ধর্মের মানুষ তাদের সমান অধিকার ভোগ করে আসছে। আর এই ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে আজকের রাস মেলাকে কেন্দ্র করে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটেছে। সম্মিলিতভাবে মেলায় সকল ধর্মের মানুষের একসাথে অংশগ্রহণ আমাদের অসাম্প্রদায়িক সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জয়নুল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের সদস্য প্রেম নাথ রায়। এছাড়াও বিধান চক্রবর্তী বাসু, খগেন্দ্র নাথ শীল, বামন প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর বাংলা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় এই রাস উৎসব পালিত হয়। রাস উৎসব উপলক্ষে বসে রাস মেলা। মেলায় দেশের প্রায় সব জেলা ছাড়াও ভারত থেকেও হাজার হাজার নারী-পুরুষ, ভক্ত-পূণ্যার্থী ও দেশি-বিদেশি বিপুল সংখ্যক পর্যটকেরা মেলায় আসেন। নির্মল বিনোদনের জন্য সার্কাসসহ ধর্মীয় কীর্তনগান ছাড়াও হিন্দু ধর্মীয় বই-পুস্তক, শাঁখা-সিদুর, শড়খ, বালা, চুড়িসহ নানান পণ্যের পসরা সমৃদ্ধ দোকান মেলায় শোভা পেয়েছে।