Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আসন বন্টনের বিষয়ে শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগনালের অপেক্ষা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০১:২০ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


মহাজোটের আসন বন্টনের বিষয়ে সমঝোতা হয়ে গেছে। এখন শুধু প্রধানমন্ত্রীর গ্রিন সিগনালের অপেক্ষা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পরিবেশ যেমন আছে তেমনটি থাকলে সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে সেটা ৩০ ডিসেম্বরের পরে বোঝা যাবে।

তিনি আরও বলেন, অন্ধকারে ঢিল ছোড়া বিএনপির আগের অভ্যাস। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে। বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।

পুলিশ হেড কোয়ার্টারে বসে কেউ নির্বাচনের ছক সাজাচ্ছ না বলে দাবি করে মন্ত্রী বলেন, বিএনপিকে এমন অভিযোগ করলে তথ্য প্রমাণসহ তুলে ধরতে হবে। তফসিলের পর বিএনপির কোন নেতাকর্মী অপরাধ করে ছাড় পাবে এটা যেন তারা মনে না করেন বলেও মন্তব্য করেন তিনি।

ক্ষমতাসীন জোটের বিষয়ে বলেন, জোটের সমঝোতা হয়ে গেছে; এখন প্রধানমন্ত্রীর সিগন্যালের অপেক্ষায় আছেন সবাই।

এর আগে মঙ্গলবার তিনি বলেন, ‘যুক্তফ্রন্টের সঙ্গে একটা অ্যালায়েন্স হতে পারে। তবে তারা নৌকায় ভোট করবেন না নিজেদের প্রতীকে ভোট করবেন সে সিদ্ধান্ত হয়নি। ধরে নিচ্ছি তারা নিজেদের প্রতীকে নির্বাচন করবে।’

Bootstrap Image Preview