Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন: ভোলায় ভোটার ১২ লাখ ৭৩ হজার ২৫৪ জন

এম. শরীফ হোসাইন, ভোলা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৬:৩৩ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৮:৩১ PM

bdmorning Image Preview


আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোলার ৪টি সংসদীয় আসনে এবার ভোটার ১২ লাখ ৭৩ হাজার ২শ’ ৫৪ জন। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৫০ হাজার ৭শ’ ২১ এবং মহিলা ৬ লাখ ২২ হাজার ৫শ’ ৩৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোটার বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ১শ’ ৩৬ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ৭শ’ ৩৫ এবং মহিলা ৭৮ হাজার ৪শ’ ১ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাকি যেটুকু রয়েছে তাও সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছে। সংসদ নির্বাচনে ভোলায় ৪টি সংসদীয় আসন রয়েছে। সেগুলো হচ্ছে ভোলা সদর আসন নিয়ে ভোলা-১, বোরহানউদ্দিন-দৌলতখান মিলিয় ভোলা-২, লালমোহন-তজুমদ্দিন নিয়ে ভোলা-৩ এবং চরফ্যাশন-মনপুরা নিয়ে ভোলা-৪। এ ৪টি আসন নিয়ে ভোলার সংসদীয় আসন গঠিত।

একাদশ সংসদ নির্বাচনে ভোলার ৪টি আসনে ৬৯টি ইউনিয়নে ৪শ’ ৭৬টি ভোট কেন্দ্রে এবার মোট ভোটার ১২ লাখ ৭৩ হাজার ২শ’ ৫৪ জন। যারমধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৫০ হাজার ৭শ’ ২১ এবং মহিলা ৬ লাখ ২২ হাজার ৫শ’ ৩৩ জন। বিগত দশম সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোলায় ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ভোলা-১:

সংসদীয় আসনে ১৩টি ইউনিয়নে ১শ’ ১৩টি ভোট কেন্দ্রে এবার মোট ভোটার হচ্ছে ৩ লাখ ৯ হাজার ৯শ’ ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৫৮ হাজার ৪৬ এবং মহিলা ভোটার ১লাখ ৫১ হাজার ৮শ’ ৭৮জন।

ভোলা-২:

দৌলতখান-বোরহানউদ্দিন সংসদীয় আসনে ১৮টি ইউনিয়নে ১শ’ ১২টি ভেট কেন্দ্রে এবার মোট ভোটার ২লাখ ৯৭ হাজার ৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৫২ হাজার ১শ’ ১২ এবং মহিলা ভোটার ১ লাখ ৪৪ হাজার ৯শ’ ৩৯ জন।

দৌলতখান উপজেলায় ৯টি ইউনিয়নে ৫০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১লাখ ২৫ হাজার ৭শ’ ৫৫ জন। যার পুরুষ ভোটার ৬৪ হাজার ৯শ’ ২১ এবং মহিলা ভোটার ৬০ হাজার ৮শ’ ৩৪ জন। অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলায় ৯টি ইউনিয়নে ৬২টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১লাখ ৭১ হাজার ২শ’ ৯৬ জন। যার পুরুষ ভোটার ৮৭ হাজার ১শ’ ৯১ এবং মহিলা ভোটার ৮৪ হাজার ১শ’ ৫ জন।

ভোলা-৩:

লালমোহন-তজুমদ্দিন সংসদীয় আসনে ১৪টি ইউনিয়নে ১শ’ ১৫টি ভোট কেন্দ্রে এবার মোট ভোটার ২ লাখ ৯৩ হাজার ৫শ’ ২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৪৮ হাজার ৪শ’ ৬৫ এবং মহিলা ভোটার ১লাখ ৪৫ হাজার ৫৫ জন।

লালমোহন উপজেলায় ৯টি ইউনিয়নে ৮০টি ভোট কেন্দ্রে মোট ভোটার ২লাখ ৭ হাজার ৬শ’ ৮৮ জন। যার পুরুষ ভোটার ১লাখ ৪ হাজার ৫শ’ ৬৪ এবং মহিলা ভোটার ১লাখ ৩ হাজার ১শ’ ২৪ জন। অন্যদিকে তজুমদ্দিন উপজেলায় ৫টি ইউনিয়নে ৩৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৮৫ হাজার ৮শ’ ৩২জন। যার পুরুষ ভোটার ৪৩ হাজার ৯শ’ ১ এবং মহিলা ভোটার ৪১ হাজার ৯শ’ ৩১ জন।

ভোলা-৪:

চরফ্যাশন-মনপুরা সংসদীয় আসনে ২৪টি ইউনিয়নে ১শ’ ৩৬টি ভোট কেন্দ্রে এবার মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ৭শ’ ৫৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৯২ হাজার ৯৮ এবং মহিলা ভোটার ১লাখ ৮০ হাজার ৬শ’ ৬১ জন।

চরফ্যাশন উপজেলায় ২০টি ইউনিয়নে ১শ’ ১৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ২০ হজার ৫শ’ ৩০ জন। যার পুরুষ ভোটার ১লাখ ৬৫ হাজার ৭শ’ ৪৭ এবং মহিলা ভোটার ১লাখ ৫৪ হাজার ৭শ’ ৮৩ জন। অন্যদিকে মনপুরা উপজেলায় ৪টি ইউনিয়নে ২৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৫২ হাজার ২শ’ ২৯ জন। যার পুরুষ ভোটার ২৬ হাজার ৩শ’ ৫১ এবং মহিলা ভোটার ২৫ হাজার ৮শ’ ৭৮ জন।

একাদশ সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এই প্রতিনিধিকে বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য বাকি যেটুকু প্রক্রিয়া রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪টি সংসদীয় আসনে ভোটার ছিল ১০ লাখ ৯০ হাজার ১শ’ ১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৪৫ হজার ৯শ’ ৮৬ এবং মহিলা ভোটার ৫ লাখ ৪৪ হাজার ১শ’ ৩২ জন। গত সংসদ নির্বাচনের চেয়ে এবার ভোটার বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ১শ’ ৩৬ জন। যার মধ্যে পুরুষ ১ লাখ ৪ হাজার ৭শ’ ৩৫ এবং মহিলা ৭৮ হাজার ৪শ’ ১ জন।

Bootstrap Image Preview