Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সংসদে ৮ আসন চান হিজড়া জনগোষ্ঠী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৪ AM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৯:৫৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদে তৃতীয় লিঙ্গের (হিজড়া জনগোষ্ঠী) অন্তত আটজনের সংসদ সদস্য নিশ্চিত করার দাবি তুলেছে বিভিন্ন সংগঠন। সংরক্ষিত নারী কোটায় তাদের মনোনয়ন দেওয়া যেতে পারে বলে তাদের মত।

তাই আগামী সপ্তাহে জাতীয় প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবে হিজড়া ও যৌন সংখ্যালঘুদের সংগঠন কমিউনিটি বেইজড অর্গানাইজেশন সিবিও। সংরক্ষিত নারী কোটায় তাদের মনোনয়ন দেওয়া যেতে পারে বলে মত তাদের। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠিও দেওয়া হয়েছে।

সিবিওর সভাপতি ও চট্টগ্রামের ‘সূর্যের আলো হিজড়া সংঘের’ সভাপতি ফাল্গুনী হিজড়া বলেন, ‘বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে কথা হয়েছে। আমি নিজেও চট্টগ্রাম বিভাগের হয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হতে আগ্রহী।’ খুলনা বিভাগ থেকে সংগঠনের তালিকায় শীর্ষে ‘ছিন্নমূল মানবকল্যাণ সোসাইটি’র সভাপতি পাখি হিজড়া; জামালপুরে আছেন ‘সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি ময়ূরী হিজড়া; সিলেটে ‘হিজড়া কল্যাণ সংস্থা’র সভাপতি সুন্দরী হিজড়া; রংপুরে ‘ন্যায় অধিকারের’ সভাপতি নাদিরা হিজড়া; রাজশাহীতে ‘দিনের আলো হিজড়া সংঘের’ যুগ্ম সাধারণ সম্পাদক পলি হিজড়া। এর বাইরে বরিশালে ‘লিংকআপ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র ও ঢাকার ‘সচেতন সমাজসেবা হিজড়া সংঘের’ সভাপতির কথা তালিকায় রয়েছে।

এ বিষয়ে সিবিওর সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘সংসদে আমাদের প্রতিনিধি থাকলে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত হবে।’ সংগঠনটির তথ্যমতে, সারাদেশে প্রায় দেড় লাখ হিজড়া রয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা ১০ থেকে ১২ হাজার।

এদিকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দানের পরও এবারের নির্বাচনে তৃতীয় লিঙ্গ হিসেবে ভোট দিতে পারবেনা তারা। পুরুষ বা নারী হিসেবেই তাদের ভোট দিতে হবে।

Bootstrap Image Preview