Bootstrap Image Preview
ঢাকা, ১৪ সোমবার, অক্টোবার ২০২৪ | ২৯ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কর আদায়ে শীর্ষে বরিশাল জেলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ১০:২১ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ১০:২১ PM

bdmorning Image Preview


বরিশাল প্রতিনিধি:

'উন্নয়নের শীর্ষে যাব যথাযথ, আয়কর দিব উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন' এ স্লোগানে নিয়ে ২০১৮-১৯ অর্থ বছরের জন্য এবারের আয়কর মেলায় বরিশাল বিভাগের কর আদায়ে শীর্ষে রয়েছে বরিশাল জেলা।

বিভাগের ৬ জেলার আয়কর মেলা থেকে ৫ দিনে রাজস্ব এসেছে ৪ কোটি ১৯ লক্ষ ১৮ হাজার টাকা। এবারের আয়কর মেলায় করদাতা, রিটার্ন দাখিলকারীর সংখ্যা বৃদ্ধি পেলেও নতুন ই-টিআইএন গ্রহীতার সংখ্যা এখন পর্যন্ত তেমন বৃদ্ধি পায়নি।

মেলায় রিটার্ন দাখিল করেছে ২ হাজার ৮শ' ৮০ জন। অন্যদিকে মেলায় ১৯ হাজার ৪ শত ৩৪ জন করদাতাকে সেবা প্রদান করা হয়েছে। এছাড়া নতুন ই-টিআইএন এর সংখ্যা সৃষ্টি হয়েছে ১শ' ৮ জন।

বরিশাল কর অঞ্চলের উপ কর কমিশনার সদর দফতর (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার পঞ্চম দিনে বরিশালের টাউন হলের কর মেলায় ১০ হাজার ২শ' ৬১ জন করদাতাকে সেবা প্রদান করার পাশাপাশি মেলায় রিটার্ন দিয়েছে ১ হাজার ৩শ' ৬২ জন। এসময়কালে সরকারের অর্থ ভান্ডারে রাজস্ব এসেছে ৭৩ লক্ষ ২১ হাজার ৭শ' ৫৮ টাকা।

উল্লেখ্য, ২০১৭ সালের আয়কর মেলার ৫ দিনের হিসাবের তুলনায় ২০১৮ সালের কর মেলায় করদাতাদের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির ফলে একদিকে যেমন রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে, তেমনি কর মেলায় গ্রাহকদের আগমন ছিল চোখে পড়ার মত।

হিসাব মতে টাকার অংকে দেখা যায়-২০১৭ সালে শুধু পঞ্চম দিনে মোট রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ১২ লক্ষ ২৩ হাজার ৩ টাকা। এর বিপরিতে চলতি বছরের ১৮ সালের কর মেলায় শুধু পঞ্চম দিনে রাজস্ব এসেছে ১ কোটি ১৯ লক্ষ ১৮ হাজার ২৪ টাকা। বিগত বছরের মেলায় শুধু নতুন ই- টিআইএন বৃদ্ধি পাওয়ার সংখ্যা ছিল ১৮৯ জন। এবছরের সংখ্যা ১০৮ জন। তবে রাজস্ব আদায়ে এবার বরিশাল কর অঞ্চল এগিয়ে আছে।

Bootstrap Image Preview