চতুর্থবারের মতো শুরু হচ্ছে লোকসংগীতের মহা আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৮’। আজ (১৫ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ উৎসবের পর্দা উঠবে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। মঞ্চে আলোর ঝলকানির সাথে সাথে জমে উঠবে এবারের আসর।
পর্যন্ত। এবারের এই আসরটি সাত দেশের মোট ১৭৪ জন শিল্পী লোকগান ও নাচে মাতাবেন। এবারের এই আসরের উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- বাংলাদেশের মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জন ও ভাবনা নৃত্য দল। ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স, রাঘু দিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা, স্পেন থেকে লাস মিগাস। দর্শক-শ্রোতারা সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উপভোগ করতে পারবেন এই উৎসবটি।
আয়োজকরা বলেন, ইতোমধ্যে রেজিস্ট্রেশনের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ই-মেইলে পৌঁছে যাবে তিন দিনের ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস এবং এই উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে।
এছাড়াও ফেসবুকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ এই পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সকল ধরনের তথ্য এবং বিস্তারিত জানতে ডায়াল করতে হবে- ১৬৩৭৪ এই নম্বরে।
উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’ আয়োজন করছে। এই আয়োজনে বাংলদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করে থাকেন। ফোক ফেস্টের প্রতিদিনের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১২টা পর্যন্ত।