Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনের ২-৩ দিন আগে সেনা মোতায়েন করা হবে: ইসি সচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ০১:১০ PM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ০১:১০ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই-তিনদিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে ইসিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দ্যেশে বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ জন্য নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে। কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সে জন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

অন্যদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এবারের নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না। কেউ যদি নির্বাচন ভণ্ডুল করতে চায়, তবে আইনের মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

Bootstrap Image Preview