Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানীশংকৈলে নির্বাচন আচরণ বিধি লঙ্গনের অভিযোগ

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৩:২০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৩:২০ PM

bdmorning Image Preview
ছবি প্রতিবেদক


ঠাকুরগাও-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর দলীয় সভায় এক সরকারি চাকরিজীবির উপস্থিত থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সে চাকরীজীবির বিরুদ্বে নির্বাচন আচরণ বিধির অভিযোগ উঠেছে।

অভিযোগ ওঠা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন মর্মে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তালিকা ভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র দিয়েছেন। যার ক্রমিক নং-১০।  দীর্ঘদিন ধরে তিনি এ উপজেলায় কর্মরত রয়েছেন বলে জানা যায়। 

জনপ্রশাসন মন্ত্রনালয়ের ২০১৮ সালের সংশোধিত সরকারি চাকরি বিধি মালার ২৭(বি)-এর ২ ধারায় উল্লেখ রয়েছে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজনীতি বা কোনো রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ত হতে পারবেন না। এমনকি সভা সেমিনার রাজনৈতিকভাবে হয় এমন কোনো কাজে কোনো ধরনের ভূমিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাখতে পারবেন না। কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হবে।    

বর্তমান সংরক্ষিত ৩০১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগসহ-সভাপতি সেলিনা জাহান লিটা তার দলের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন মর্মে তার একজন নিবেদিত কর্মী মুনির বাবু তার ফেসবুক টাইম লাইনে গত ৯ নভেম্বর ১১ টা ২মিনিটে আপলোড দিয়েছেন সকল স্তরের নেতাদের সাথে নৌকার মতবিনিময় করেন নিজ কার্যালয়ে আলহাজ্ব মোছাঃ সেলিনা জাহান লিটা এমপি”। 

সেখানে তার দলের পদ-ধারী নেতাদের পাশাপাশি মতবিনিময় সভার ১ম সারির ২য় আসনে বসে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ লেখাসহ ছবি ছড়িয়ে পড়ার পর এবং মিডিয়া কর্মীদের নজরে পড়লে এবং এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে পোষ্টটি সরিয়ে ফেলা হয়। তবে সাদেকুল এমপি সেলিনা জাহান লিটার কোন আত্মীয়ও হন না। তবে তিনি তার পিতার বাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি ব্লকের দায়িত্বে রয়েছেন।

 সেক্ষেত্রেও তার অনেক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন ভঙ্গ করে এ রাজনৈতিক নেতাকে সরাসরি বিভিন্ন ভাবে সহযোগিতা করার অভিযোগও রয়েছে।   

মতবিনিময় সভায় ছিলেন এমন একজন নাম প্রকাশে অনিচ্ছুক মুঠোফোনে জানান, সাদেকুল উপস্থিত ছিলেন।  তাহলে কি তিনি এখন রাজনীতির সাথে সরাসরি সংযুক্ত প্রশ্নে বলেন না এমনেই ছিলো।

এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, আমি সেখানে বেশি সময় ছিলাম না। বিষয়টি ভিন্নখাতে নেওয়ার প্রক্রিয়া চলছে মনে করে তিনি বলেন, আমি বিচারটি আল্লাহর উপর ছেড়ে দিলাম।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোমবার (১২ নভেম্বর) উপজেলা জাতীয় পার্টি তার বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নিবার্হী কর্মকর্তার বরাবরে অভিযোগ করেছেন।

এছাড়াও ঠাকুরগাও-৩ আসনের সাংসদ জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী মুঠোফোনে বলেন, এলাকার ছেলে কি আর বলবো তবে এটা সে ঠিক করেনি।

সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটাকে গতকাল মঙ্গলবার সাড়ে ১১টায় মুঠোফোনে ফোন দিয়ে অভিমত জানতে চাওয়া হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মৌসুমী আফরিদা মুঠোফোনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেন, বিষয়টি আমি দেখছি, এটি নির্বাচন আচরণ বিধি লঙ্গন কিনা প্রশ্নে বলেন সে কি কারণে সেখানে গিয়েছিলো সেটি তদন্ত করে দেখা হবে বলে ফোন রেখে দেন।

এ ব্যাপারে ঠাকুরগাও- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাবুজ্জামান গতকাল মঙ্গলবার মুঠোফোনে বলেন, সে কোনো ভাবেই দলীয় ব্যক্তিদের দলীয় মতবিনিময় সভায় উপস্থিত হতে পারেন না। বিষয়টি আপনি আপাতত সংবাদ করিয়েন না। আমি এর যথাযথ ব্যবস্থা নিবো বলে মন্তব্য করেন।

Bootstrap Image Preview