মঙ্গলবার শেষ বিকেলে তাইজুলের বলে আউট হয়েছিলেন চাকাবা। আর এতেই সাকিব-এনামের পর ৩য় বাংলাদেশি হিসেবে গড়লেন টানা ৩ ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। ২য় বার বোলিংয়ে নামার আগে তাইজুলের জন্য অপেক্ষা করছে আরও দুটি রেকর্ড।
চলমান টেস্ট সিরিজে তাইজুলের এখন পর্যন্ত উইকেটসংখ্যা ১৬।২য় ইনিংসে আর মাত্র ৪ উইকেট পেলেই মিরাজকে টপকে কোন দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটা নিজের করে নিবেন তাইজুল।বর্তমানে তালিকার শীর্ষে থাকা মিরাজ ২০১৬ তে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে ২ টেস্টে নিয়েছিলেন ১৯ উইকেট।
তালিকায় ২য় ও ৩য় অবস্থানটা করেছেন এনামুল হক জুনিয়র এবং সাকিব আল হাসান। এনামুল ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ও সাকিব ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিয়েছিলেন ১৮ টি করে উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে টেস্টের প্রথম ইনিংসে তাইজুলের ৫ উইকেট ক্যারিয়ারের ৬ষ্ঠ বার। আর মাত্র ১ বার ইনিংসে ৫ উইকেট পেলেই ছোঁয়ে ফেলবেন কিংবদন্তি বোলার রফিককে। ক্যারিয়ারে মোট ৭ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন রফিক। তালিকার শীর্ষে থাকা সাকিব ক্যারিয়ারে ১৮ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।