Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে: সিইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১২:০২ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১২:০২ PM

bdmorning Image Preview


নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এ সময় নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যেতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিইসি।

বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব বলেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এই ধারাবাহিকতায় মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এর আগে মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মাধ্যমে নতুন একটি ইতিহাস তৈরি হবে। কেননা এ নির্বাচন যদি সফল হয়, তা হলে এর পর থেকে হয়তো সরকার ও সংসদ থেকেই নির্বাচন পরিচালিত হবে। স্থিতিশীল অবস্থা প্রতিষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেন, ‘এদেশে কখনও রাষ্ট্রপতি শাসিত, কখনও সেনাবাহিনীর অধীনে, কখনও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এ বছরের নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। এবারই কোনো নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হচ্ছে।’

Bootstrap Image Preview