Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ৩০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ লাখ টাকায় বিক্রি হলো ৩৪ কেজির পোয়া মাছ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১০:২১ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১০:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে জেলের জালে আটকা পড়ল ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে সেন্টমার্টিনে উপকূলে জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।

মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম পাড়ার মৃত সোলতান আহমদের ছেলে আব্দুল গণির মালিকানাধীন ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার করতে গেলে তার জালে আটকা পড়ে ৩৪ কেজি ওজনের ওই পোয়া মাছটি। পরে বেলা সাড়ে ১১টার দিকে মাছসহ ট্রলারটি সেন্টমার্টিন জেটি ঘাঁটে এসে পৌঁছালে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

জেলেরা জানান, গত মঙ্গলবার ভোরে দ্বীপের বাসিন্দা আবদুল গণির নেতৃত্বে পাঁচ জেলে বঙ্গোপসাগরের মাছ শিকারে যান। সাগরে জাল ফেলার অনেক পরে জেলেরা জাল টানা শুরু করেন। পরে ওই পোয়া মাছ পাওয়া যায়। মাছটি দ্বীপের জেটিঘাটে আনা হলে তা দেখার জন্য ভিড় জমে উৎসুক মানুষের।

দ্বীপের ইউপি সদস্য মোহাম্মদ হাবিব জানান, মাছটি ফজল করিম নামে এক স্থানীয় মাছ ব্যবসায়ী ৮ লাখ টাকায় প্রথমে কিনেন। পরে তিনি চট্টগ্রামের এক মাছ ব্যবসায়ীর কাছে তা ১০ লাখ টাকায় বিক্রি করেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে রপ্তানি করা হয়।’

Bootstrap Image Preview