Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একই আসলে দুই দল থেকে লড়বেন দুই ভাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:৫০ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১০:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সময় ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। চারদিকে বইছে নির্বাচনী হাওয়া। ইতিমধ্যেই বড় বড় দলগুলো মনোনয়ন দিচ্ছে। কোলাহল আর উৎসবের আমেজে মজছে সারা দেশ।

নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে (কালিয়াকৈর, গাজীপুর সিটির একাংশ) আওয়ামী লীগ ও বিএনপি থেকে আপন দুই ভাই দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন।

এই দুই নেতা হলেন- গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল (আওয়ামী লীগ থেকে) এবং গাজীপুর মহানগর শ্রমিকদলের সভাপতি ও সিটি করপোশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমাদ সরকার (বিএনপি থেকে)।

কামরুল আহসান সরকার রাসেল সোমবার (১২ নভেম্বর) ঢাকায় দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর একই দিন ফয়সাল আহমাদ সরকার বিএনপির মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তিনি আগামীকাল মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেবেন।

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল সোমবার দুপুরে গাজীপুর থেকে বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে করে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান। সেখানে তিনি বিকেল সাড়ে তিনটায় দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রাসেল সরকার বলেন, আমি মনোনয়ন পেলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমার এলাকার মানুষের সার্বিক কল্যাণ ও ভাগ্য উন্নয়নের জন্য সকলকে নিয়ে কাজ করে যাব।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফয়সাল আহমাদ সরকার বলেন, জনগণের ভালোবাসা নিয়ে পরপর দুই বার গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছি। দীর্ঘদিন ধরে গরিব দুঃখী ও শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব।

Bootstrap Image Preview