Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নওগাঁ-২ আসনে মনোনয়ন কিনেছেন ৫ জন

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০২:১৩ PM

bdmorning Image Preview


নওগাঁ-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন ফরম কিনেছেন ৫ জন।

মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শুক্রবার, দ্বিতীয় দিন শনিবার ও তৃতীয় দিন রবিবার উৎসবমুখর পরিবেশে ঢাকার দলীয় প্রধান কার্যালয় থেকে এ মনোনয়ন তোলেন তারা।

জানা গেছে, নওগাঁ জেলা ১১টি উপজেলা নিয়ে গঠিত। ১১টি উপজেলায় ৬টি সংসদীয় আসন। এর মধ্যে নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন কিনেছেন ৫ জন প্রার্থী।

তারা হলেন, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক প্রকৌশলী আখতারুল আলম, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বিএম আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদ রেজা মেহেদী।

এ আসনে ভোটার তিন লাখ ১৭ হাজার ৭২৬ জন। এরমধ্যে পত্নীতলা উপজেলায় পুরুষ ৮৮ হাজার ৭০০ জন, নারী ৮৮ হাজার ৫০৫ জন মোট এক লাখ ৭৭ হাজার ২০৫ জন এবং ধামইরহাট উপজেলায় পুরুষ ৭০ হাজার ৩২৮ জন,নারী ৭০ হাজার ১৯৩ জন মোট এক লাখ ৪০ হাজার ৫২১ জন ভোটার রয়েছেন।

এলাকার সাধারণ ভোটাররা জানান, আমরা নতুন নেতৃত্ব আশাবাদি। তরুণ ও নতুন ভোটাররা জানায়, তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবা পেতে তারা বিশ্বাসী। যারা দুর্নীতি, অনিয়ম, মাদক ও বৈষম্যহীন সমাজ গড়তে আগামী দিনের নেতৃত্ব দিবেন তাদেরকেই তারা ভোট দিবেন। 

Bootstrap Image Preview