আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনরায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের সময় এক সপ্তাহ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এই সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও জানিয়েছেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর।
এর আগে প্রাধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা গত ৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে বলে ঘোষণা দেন।