একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি'র সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় মনোনয়ন পত্র সংগ্রহ করেন ৮ জন প্রার্থী।
এদিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে গতকাল রবিবার নিজ নিজ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এছাড়া জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ভবেশ্বর রোয়াজা নিকি খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমা। জেলা আ'লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মংসুইপ্রু চৌধুরি অপু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।