Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরা-১ আসনে আ'লীগের ১২, জাপার এক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

এসএম বাচ্চু, তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১১:২৪ AM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview


সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২ জন।

ঢাকার ধানমন্ডির আওয়ামী লীগে কার্যালয় থেকে শুক্রবার ও শনিবার বিভিন্ন তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড: অনিত মুখার্জী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড: মোহাম্মদ হোসেন, কলারোয়া উপজেলা আ.লীগে নেতা মৃন্ময় মনির।

অন্যদিকে সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন কিনেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। গতকাল সকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু আলহজ্ব হুসাইন মোহম্মাদ এরশাদ,

আগামী ১২ ও ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করবে জাতীয় পার্টি। ১৪ নভেম্বর থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিবেন দলের চেয়ারম্যান।

উলেখ্য, সাতক্ষীরা-৪ আসনে এরশাদ ও সাতক্ষীরা-২ আসন থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন মনোনয়ন কেনেন।

Bootstrap Image Preview