একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসন থেকে আওয়ামী লীগের ৫ জন মনোনয়ন প্রত্যাশী ও এর শরিকদল জাসদের ১জন প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত শুক্রবার ও শনিবারে উৎসবমুখর পরিবেশে ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এবং পাশের নির্বাচন পরিচালনা অফিস থেকে কুমিল্লার-২ আসনের এসব প্রার্থী ও তাদের সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গতকাল শনিবার পর্যন্ত ৫ জন আওয়ামী লীগ ও ১জন জাসদ প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, বাংলাদেশ উইমেনস চেম্বার ও কমার্স এর প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী (সিআইপি), হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পপি লাইব্রেরীর স্বাত্ত্বাধিকারী শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল মজিদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোওয়ার হোসেন বাবু, হোমনার এনামুল হক ইমন ও আওয়ামী লীগের শরিকদল জাসদের মনোনীত প্রার্থী বিশিষ্ট সাংবাদিক, তরুন রাজনীতিবিদ, জাসদ নেতা ধীমন বড়ুয়া।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।
এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্র“য়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।
তফসিল ঘোষণার পরই দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিসে মনোনয়ন ফরম বিক্রির জন্য খোলা হয়েছে আট বিভাগের আটটি বুথ। আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম এবার ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।