Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠির ২টি আসনে অ.লীগের মনোনয়নপত্র কিনলেন ৭ জন 

মো: খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০২:২৩ PM

bdmorning Image Preview


ঝালকাঠি দুটি সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে গত শুক্রবার ও শনিবার বিভিন্ন তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

তফসিল ঘোষণার পর ঝালকাঠির দুটি আসনের ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য বজুলল হক হারুনসহ চারজন। অপরদিকে ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনে মনোনয়ন কিনেছেন বর্তমান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপিসহ তিন প্রার্থী।

জানাযায়, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে শুক্রবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিন দুপুরে মনোনয়নপত্র ক্রয় করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, স্টামফোর্ড ইউনির্ভাসিটির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ ও সাবেক সচিব ও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। 

এদিকে ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে বিগতদিনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নাম শোনা গেলেও তফসিল ঘোষণার পর আরো দুজন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মিল্লাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানা। তারা দুজনেই শুক্রবার বিকেলে দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। একই দিন বিকেলে আসনটির বর্তমান সংসদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারী কেন্দ্রীয় নেতা মো. মনিরুজ্জামান মনির বলেন, জনগণ আমাকে ভালবাসে, তাই দলীয় মনোনয়নপত্র কিনেছি। আমার সঙ্গে দলীয় নেতাকর্মীরা ছিলেন। আশাকরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই মনোনয়ন দিবেন। কারণ বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেননি। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমাকে মনোনয়ন কেনার জন্য অনুরোধ করেছে।

ঝালকাঠি-২ আসনের মনোনয়নপত্র সংগ্রহকারী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন রানা বলেন, আমি দলীয় পৌরসভার মেয়র ছিলাম। জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। আমাকে স্থানীয় নেতাকর্মীরা সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র কিনতে বলেছেন, তাই আমি একজন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলাম। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকেই চূড়ান্ত প্রার্থী করবেন।

Bootstrap Image Preview