একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এ. কে. এম. এনামুল হক শামীম।
শুক্রবার (০৯ নভেম্বর) সকালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দিনে নেতাকর্মীদের বিশালবহর নিয়ে সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয় হতে মনোনয়ন সংগ্রহ করেন তিনি জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা।
এসময় তার সাথে ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান হাজী আঃ ওহাব বেপারী, নড়িয়া পৌরসভার মেয়র মো: শহিদুল ইসলাম বাবু রাড়ী, সহ-সভাপতি ও চরভাগা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, কেন্দ্রীয় যুবলীগ নেতা হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব খবিরুজ্জামান বাচ্চু, স্বাচিপের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. আশ্রাফুল হক সিয়াম, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, ফতেজঙ্গপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন খন্দকার, নড়িয়া উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, শরীয়তপুর জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, মো: আলী হোসেন কাজী।
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই ব্যাপক উন্নয়ন হয়। আর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর এনামুল হক শামীম সকল নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে বিজয়ী করেছেন। শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা তার পক্ষে আছেন। তাই এলাকার ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির জন্য এনামুল হক শামীমকেই এমপি হিসেবে চাই। তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়লাভ করবে, ইনশাআল্লাহ।