এমিল র্যাটেলব্যান্ড। নেদারল্যান্ডসের বাসিন্দা। বয়স প্রায় ৭০ বছর। কিন্তু তিনি এখনো তরুণীদের সঙ্গে চুটিয়ে প্রেম করতে চান।আর তাই ৭০ তম জন্মদিনের কয়েকমাস আগে এক অভিনব আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন তিনি। যার ফলে, তার আসল জন্মসাল ১৯৪৯ থেকে ২০ বছর পিছিয়ে হয়ে যাবে ১৯৬৯ সালের ১১ মার্চ।
এর মূল কারণ, তিনি চুটিয়ে প্রেম করতে চান এবং তা অবশ্যই অল্পবয়সী তরুণীদের সঙ্গে। সংবাদসংস্থা এএফপি-কে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি এখন সত্তর ছুঁই ছুঁই। কিন্তু নিজের বয়সের থেকে মানসিকভাবে আমি অনেক তরুণ; একদম যুবকও বলা যায়। যেসব তরুণীদের আমি প্রার্থনা করি, তাদের সবাইকেই কাছে পেতে চাই। কিন্তু আমি যদি তাদের বলি যে আমার বয়স ৬৯, তাহলে তো তারা আর আমার কাছে আসবে না।
জানা গেছে, এমিল একজন সিঙ্গেল ফাদার। কিন্তু অল্পবয়সী মেয়েদের সঙ্গে প্রেম করতে এখন মরিয়া হয়ে পড়েছেন তিনি।
এমিল বলেন, আমি এখনও যথেষ্ট তরতাজা। শরীর–স্বাস্থ্যও দারুণ অবস্থায় রয়েছে।কিন্তু আমার নিজেকে খারাপ লাগে নিজের এই বয়সটার দিকে তাকালে।আমি তাই সেটা কুড়ি বছর কমিয়ে ফেলতে চাই।