আগামী ২৩ ডিসেম্বর-২০১৮ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রাজশাহীর-১ গোদাগাড়ী-তানোর আসনের সংসদ সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
শনিবার (১০ নভেম্বর) দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে দুপুর ২টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল আলম, কাকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, তানোর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন, তানোর উপজেলা যুবলীগ সভাপতি লুৎফর রহমান ময়না, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, রিশিকুল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম টুলু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সুফিয়া খাতুন মিলি, সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণ দেবী, গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ মোশারফ বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তৃতীয়বারের মতো মনোনয়ন ফরম উত্তোলন করার পর এমপি ওমর ফারুক চৌধুরী উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষের দোয়া কামনা করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়পত্রটি জমাও দেওয়া হয়।
এ দিকে টানা দুই বারের মত রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর মনোয়নপত্র উত্তোলনের জন্য গোদাগাড়ী ও তানোর উপজেলা হতে শতশত নেতাকর্মী বাস ও ট্রেনযোগে জাতীয় সংসদ ভবনে এমপি ওমর ফারুক চৌধুরী সাথে থাকার জন্য যাত্রা শুরু করে। খুব সকাল সকাল জাতীয় সংসদ ভবন এলাকায় পৌঁছলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
২০০৮ সালের নির্বাচনে ওমর ফারুক চৌধুরীর হাত ধরে গোদাগাড়ী-তানোর আসনটি ফিরে পায় আওয়ামী লীগ। সেই থেকে আওয়ামী লীগের কব্জায় আছে আসনটি। তৃতীয়বারের মতো এই আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে প্রস্তুত উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
২০০৮ সাল থেকে গোদাগাড়ীর প্রত্যন্ত অঞ্চলসহ সকল জায়গায় আশানুরুপ উন্নয়ন সংগঠিত করেছেন আওয়ামী লীগ সরকার। সেই উন্নয়নকে পুঁজি করে এবারও দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন দুই বারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ ব্যাপারে ওমর ফারুক চৌধুরী বলেছেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নের পাশাপাশি জনগণের কাজ করেছি। বিএনপি-জামায়াত অধ্যুষিত হিসেবে এলাকাটি পরিচিত ছিল, এখানে কেউ প্রকাশ্যে আওয়ামী লীগ করতে পারত না, মুখে তালা লেগে থাকতো।
আমি সংসদ নির্বাচিত হবার পর অনেকেই প্রকাশ্যে আওয়ামী লীগ করতে পারছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো মনোনয়ন ফরম উত্তোলন করেছি। জনগণই বিবেচনা করবে এলাকার উন্নয়নে কে উপযুক্ত ব্যক্তি। ভোটার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার যেটুকু অবশিষ্ট কাজ আছে তা সম্পন্ন করতে পারবো।