Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালী-৪ আসনে আ.লীগ প্রার্থীর সংখ্যা ৩০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪৩ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


পটুয়াখালী প্রতিনিধি:

১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ দলীয় অফিস থেকে প্রথম দিনেই ৩ ভাই ও নারী নেত্রীসহ মনোনয়ন ফরম কিনেছেন ১৬ জন প্রার্থী।

শনিবার ও রবিবার আরও দেড় ডজন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহের কথা রয়েছে বলে জানিয়েছে দলীয় নির্ভরযোগ্য একটি সূত্র। অবস্থা এমন যে এবার এ আসনে প্রার্থীর সংখ্যা ৩০ ছাড়িয়ে যাওয়ার আশংকা রয়েছে। এমনকি তৃনমূলের সাথে যাদের কোন রকমের যোগোযোগ কিংবা দলীয় কার্যক্রমে কখনও দেখা যায়নি তারাও মনোনয়ন ফরম কিনেছেন সাপোর্টিং হিসেবে।

একাধিক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করিয়েছেন যাতে ওই সব প্রার্থীদের সুপারিশে তার মনোনয়ন এবারও নিশ্চিত হয়। এমনটাই জানিয়েছেন দলীয় ওই সূত্রটি।

মনোনয়ন বিক্রীর প্রথম দিন শুক্রবার রাত পর্যন্ত এ আসনে যারা মনোনয়ন ফরম কিনেছেন তাদের মধ্যে রয়েছে আলাউদ্দীন আহমেদ, বর্তমান সাংসদ মো: মাহবুবুর রহমান, তার ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিডেডিয়ার জেনারেল মো: হাবিবুর রহমান মিলন, ফুপাতো ভাই মো: মহিব্বুর রহমান মহিব, এস এম রাকিবুল আহসান, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, বিপুল চন্দ্র হাওলাদার, সৈয়দ আখতারুজ্জামান কোক্কা, মো: মঞ্জুরুল আলম, শহিদুল্লাহ ওসমানি, খন্দকার শামসুল হক রেজা, নিহার রঞ্জন সরকার মিল্টন, আবদুল্লাহ আল ইসলাম লিটন, মুরসালিন আহম্মেদ, মোসা: মাহিনুর বেগম, অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ প্রমূখ।

শনিবার (১০ নভেম্বর) মনোনয়ন কিনেছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিকদার, নয়া মিয়া নয়নসহ আরও হাফ ডজন প্রার্থী। রবিবার বাকী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।

Bootstrap Image Preview