Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিমন্ত্রী চুমকির মনোনয়ন ফরম উত্তোলন, আজ জমা  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৪:৪৫ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা, গজীপুর সদর ও সিটি করপোরেশনের আংশিক) নিয়ে গঠিত নির্বাচনী আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীতার মনোনয়ন ফরম উত্তোলন করলেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

রবিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় মনোনয়ন ফরম জমা দেন তিনি।

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনগণের সাথে সংক্ষিপ্ত এক সভায় অনুমতি ও দোয়া নিয়ে তিনি ওইদিন রাত ৯টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম জানান, আজ রবিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় মনোনয়ন ফরম জমা দেবেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আমার একমাত্র অভিভাবক, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র সংগ্রহ করলাম।

তিনি আরো বলেন, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯, ৪০, ৪১, ৪২ ওয়ার্ডের আপামর সাধারণ জনগণ এবং সেই সাথে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরাই আগামী নির্বাচনে আমার প্রধান শক্তি। আমি আশা করব ২৩ ডিসেম্বর সবাই নৌকায় ভোট দিবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

Bootstrap Image Preview