Bootstrap Image Preview
ঢাকা, ১৪ শনিবার, সেপ্টেম্বার ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়া বিএনপির দুঃসময়ের কান্ডারী দাউদার মাহমুদ

আবু জাফর সিদ্দিকী, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ১১:১৮ AM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview


নাটোর-৩ সিংড়া সংসদীয় আসন। চলনবিল অধ্যুষিত নাটোরের বৃহৎ উপজেলা এটি। লোকসংখা প্রায় ৫ লাখ। বর্তমানে এ আসনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ৪০০ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা বেশি। এ আসনে উভয় জোটের প্রায় এক ডজন প্রার্থী রয়েছে, যারা ইতিমধ্যে উপজেলাব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

এ আসনে বিএনপির প্রায় হাফ ডজন প্রার্থী থাকলেও এগিয়ে রয়েছেন তরুণ নেতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।

এ আসনে বিএনপির প্রার্থী তালিকায় রয়েছে নবীণ-প্রবীণ নেতারা। সবাই ছুটছেন হাইকমান্ড এর কাছে। নির্বাচনে সবাই দলীয় মনোনয়নে আশাবাদী। তিনবারের সাবেক সাংসদ, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ এ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন।

গোলাম মোর্শেদ ছাড়াও এ আসনে মনোনয়ন চাইবেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মজিবর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন, জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট এম ইউসুফ আলী।

এছাড়াও এ আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন, সিংড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও উপজেলা বিএনপির সহ সভাপতি ডা: নজরুল ইসলাম।  

এ আসনে বিএনপির প্রায় হাফ ডজন প্রার্থী থাকলেও এগিয়ে রয়েছেন তরুণ নেতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। দাউদার মাহমুদ এর আগে পৌর বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা ২০দলীয় জোটের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছে। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাংসদ প্রয়াত আবুল কালাম আজাদ এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রয়াত শামীম আল-রাজীর মৃত্যুর পর এলাকায় সুখ-দুঃখের প্রতিচ্ছবি এখন দাউদার মাহমুদ। দাউদার মাহমুদ অধিকাংশ সময় সংগঠন নিয়েই ব্যস্ত থাকেন। তরুণ প্রার্থী হিসেবে এলাকায়তার সমাদরও ব্যাপক। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার কারা বরণ করেন।

বিএনপির দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত দাউদার মাহমুদ বলেন, দীর্ঘ ২২ বছর যাবৎ আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি ও বিএনপির দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থেকেছি। অবহেলিত চলনবিলবাসীর চাহিদা পূরণে তরুণ প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবো এবং আমি আশা করি দলের মনোনয়ন আমিই পাবো।

তিনি আরো বলেন, আমি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি। সিংড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।



 

Bootstrap Image Preview