Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে পৌঁছেছে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:৩০ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৭:৩০ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম পৌঁছে গেছে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার মনোনয়নপত্রসহ প্রয়োজনীয় কাগজ-পত্র।

শুক্রবার (৯ নভেম্বর) সকালের দিকে নগরের লাভ লেইনস্থ সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কর্যালয়ে এসব কাগজ-পত্র এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মুনীর হোসাইন খান জানান, মনোনয়নপত্র, ফরম পূরণের নির্দেশিকা, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের রিটার্ন, হলফনামা, নির্বাচন আচরণ বিধিমালাসহ প্রয়োজনীয় কাগজ-পত্র চট্টগ্রাম অফিসে এসে পৌঁছেছে।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিরা ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

নির্বাচন অফিসারের কার্যালয় ছাড়াও বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। বিজ্ঞপ্তি অনুসারে ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে আগ্রহী ব্যক্তিরা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ২২ নভেম্বর এসব মনোনয়ন পত্র যাচাই-বাছাই হবে। এ ছাড়াও ২৯ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ থাকছে।

রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তি ঘোষিত সময়সূচি অনুযায়ী জেলা প্রশাসক (রিটার্নিং অফিসার) এর কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসার (সহকারী রিটার্নিং অফিসার) এর কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দিতে পারবেন। শুধুমাত্র সাতকানিয়াতে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় থেকেও মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

Bootstrap Image Preview