Bootstrap Image Preview
ঢাকা, ১১ বুধবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৭ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃংখলা বাহিনীর নিরাপত্তা জোরদার

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:২৪ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৯:২৪ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করা হলে জবাব দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) ১১টায় সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এরপর ওইদিন বিকেল থেকেই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ ও র‌্যাবসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দহল জোরদার করা হয়েছে। 

তিনি বলেন, আমরা চাই না বাংলাদেশ পেট্রোল বোমার দেশ হিসেবে পরিচিত হোক এবং কোন বাবা তার সন্তানের পোড়া শরীর নিয়ে কান্না করুক। যারা পেট্রোল বোমা ছুঁড়ে তারাও নিশ্চয় এমনটা চান না।

যারা জনজীবনে বিঘ্ন ঘটাবে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমরা কোন ধরনের অরাজকতা বরদাস্থ করব না। ইতিমধ্যেই আমরা পুলিশের ফোর্সগুলোকে প্রস্তুত করে রেখেছি। 

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টহল দিচ্ছে র‌্যাব। সন্ধ্যার পর থেকেই র‌্যাবের টহল আরো জোরদার হয়। বন্দর ভবনের সামনে, ইপিজেড মোড়, অলংকার মোড়, জিইজি মোড়, আগ্রাবাদ, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লাহ, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকায় র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে।

পুলিশ বাহিনীকে মোড়ে মোড়ে সতর্কতা অবস্থায় রাখা হয়েছে। সকাল থেকেই নগরীতে র‌্যাবের আরো বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

Bootstrap Image Preview