মদ্যপ অবস্থায় কত মানুষ কত কাণ্ডই না করে। কেউ চিৎকার করে আবোল-তাবল বকে। আবার কেউ আবেগতাড়িত হয়। তবে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক মাতাল যে ঘটনা ঘটিয়েছে তা বোধ হয় বিরল।
ভয়াবহ ‘অগ্নিকাণ্ড’ ঘটাল এক মদ্যপ। নেশার ঘোরে পরপর ১৮টি গাড়িতে আগুন লাগিয়ে দিল সে।
দক্ষিণ দিল্লির মদনগিরে মঙ্গলবারের এ ঘটনার ভিডিও এখন ভাইরাল। মাতালের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। খবর এনডিটিভির।