‘জিরো’ ছবির মুক্তির পর নাকি আর কোন নতুন ছবির কাজ হাতে নিচ্ছেন না আনুশকা শর্মা। শারীরিক কোন সমস্যা বা বিরাটের সাথে কোথাও ঘুরতে যাওয়া তেমন কোন পরিকল্পনাও নেই। কারণ দুদিন পর অস্ট্রলিয়া সিরিজ নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়বেন বিরাট।কিন্তু এর মাঝে কেন আনুশকা সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন?
আনুশকার সব কিছু থেকে বিশ্রাম নেওয়া তাহলে কি ইঙ্গিত দিচ্ছে?নতুন কেউ আসছে তাদের সংসারে? ইতোমধ্যে চারিদিকে গুজন পড়ে গিয়েছে মা হচ্ছেন আনুশকা। আর সেই জন্যই দীর্ঘ বিশ্রামে যাচ্ছেন এই বলিউড কুইন।
কারণ তো আর অকারণে হয় না। শুধুই কিই আনুশকা। এ মুহূর্তে স্ত্রী আনুশকাকে নিয়ে ছুটি উপভোগ করছেন কোহলিও। উইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজে টানা তিন সেঞ্চুরি হাঁকানোর পরও টি-টোয়েন্টিতে বিশ্রাম নিচ্ছেন তিনি।
ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে দেরাদুনে আনুশকার পারিবারিক গুরু মহারাজ অনন্ত বাবার সঙ্গে দেখা করে এসেছেন তিনি।
কোনো শুভ কাজের আগে এই গুরুর সঙ্গে দেখা করে থাকেন অনুশকা ও বিরাট। বিয়ের সময়ও তাই করেছেন তারা।সন্দেহের দানা বেঁধেছে এ দুটি কারণেই।