নেপালে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ছেলেরা। সেই খুশিতে আজ সন্ধ্যায় অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে মেয়েদের অনেকবারই তাঁর সান্নিধ্য পেয়েছে। এবার তিনি ডেকেছেন নেপালে সাফ ফুটবলে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন কিশোর দলকে।
এর আগে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। মালদ্বীপ ও নেপালকে হারিয়ে গ্রুপ পর্ব পেরিয়েছিল তারা।