সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খুব সহজেই জিতেছে স্বাগতিক ইন্ডিয়া।কিন্তু এই ম্যাচ চলাকালীন একাধিক ঘটনা ঘটেছে, যা চোখ এড়িয়ে গিয়েছে ক্রিকেটপাগলদের। যার মধ্যে অন্যতম ঘটনা হলো রোহিত শর্মার গালে খলিলের চড়!
খলিল উইকেট শিকারের পরে উল্লসিত হয়ে সতীর্থদের সঙ্গে সাফল্য উদযাপন করছিলেন।তখনই চড় লেগে যায় রোহিতের গালে। খলিলের চড়ের আঘাতে রোহিত হতভম্ব হয়ে যান। খলিল অবশ্য ইচ্ছাকৃত ভাবে তাঁর অধিনায়ককে মারেননি। দ্রুত নিজের ভুল বুঝতে পারেন খলিল। সঙ্গে সঙ্গে রোহিতের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।