ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এ নিয়ে এলাকার হাট-বাজার অফিস-আদালত হোটেল-রেস্তোরা পাড়া-মহল্লায় চলছে আলোচনা সমালোচনা।
নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট এই ৪টি উপজেলা নিয়ে বাংলাদেশ ১১ দিনাজপুর-৬ আসনটি গঠিত। এ আসনে নবাবগঞ্জে ভোট ১,৭৩,৬৮৭ জন, বিরামপুরে ১৩৫৯৩৩ জন, ঘোড়াঘাটে ৯১৭০৯ ও হাকিমপুরে ৭২০৯৬ জন ভোটার। সব মিলিয়ে ৪৭৩৪২৫ ভোটার। এর মধ্যে আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৩৫০০ ভোটার রয়েছে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিকসহ সাবেক সংসদ সদস্য ড. আজিজুল হক চৌধুরী, সাবেক সাংসদ (ন্যাপের মনোনীত) কাজী লুৎফর রহমান চৌধুরী, আওয়ামী লীগের দিনাজপুর জেলা সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, বিরামপুর উপজেলা চেয়ারম্যান পারভেজ কবির এবং নবাবগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান দলের উচ্চ পর্যায়ে মনোনয়ন প্রত্যাশা করছেন।
দিনাজপুর-৬ আসনে ২০১৪ সালে শিবলী সাদিক নির্বাচিত হয়ে শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার বাস্তবায়নের লক্ষে ৪টি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সদা ব্যস্ত রাখেন। সেইসাথে এলাকার আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নানা প্রকার সমস্যার প্রয়োজনীয় সমাধান প্রদান করে দলকে শক্তিশালী ও শৃঙ্খলভাবে পরিচালনা করে আসছেন। এলাকায় সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, মাদক প্রতিরোধ ও বাল্যবিবাহ কঠোরভাবে প্রতিহত করেন। ফলে আওয়ামী লীগের প্রতি এলাকার গণমানুষ আস্থাশীল হয়ে ওঠে।
শিবলী সাদিক গত ৪ বছর ১০ মাসে এলকার ১ লক্ষ ৩০ হাজার পরিবারে বিদ্যুতায়ন করে ৩টি উপজেলাকে শতভাগ ও একটি উপজেলাকে ৮৫ ভাগ বিদ্যুতের আওতায় এনেছেন। ৫৬টি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা ভবন, ৮৬টি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, ৩৫০ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ৪টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ, ২ হাজার পরিবারের সোলার বিদ্যুতের ব্যবস্থাকরণ, ৪টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ, ৮৫টি ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ প্রায় হাট বাজারের ব্যপক উন্নয়ন করেছেন।
এ ছাড়াও ৪টি মিনি স্টেডিয়াম ও ৪টি মসজিদ কমপ্লেক্স ভবনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে বলে শিবলী সাদিক এই প্রতিবেদককে জানান।
এ ছাড়াও তিনি গরীব-দুঃস্থ, অভাবী-অসহায় ও দরিদ্য ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, দূর্গত পরিবারকে সরকারিভাবে ত্রাণ পূনর্বাসন কর্মসূচির পাশাপাশি নিজস্ব তহবীল হতেও আর্থীক সহায়তা করে আসছেন। মসজিদ মন্দীর গির্জা প্যগোডাসহ ধর্মীয় উপসনালয়ে আর্থীক সহয়তা অব্যাহত রেখেছেন।
বর্তমান জাতীয় সংসদে সর্বকনিষ্ঠ সাংসদ শিবলী সাদিক প্রধানমন্ত্রীর সহযোগিতায় এলাকায় বাস্তবায়নকৃত উন্নয়ন কর্মকাণ্ডে ভিডিও ও সচিত্র প্রতিবেদন প্রচারে এক ঝাক ফেসবুক কর্মীরা সার্বক্ষণিকভাবে প্রচারণা অব্যাহত রেখেছে। উন্নয়ন বাস্তবায়নের লিফলেট, বুকলেট, বীলবোর্ড, ব্যানার-ফেস্টুনে দর্শনীয় স্থানগুলোতে শিবলী সাদিকের জনপ্রীয়তা বেড়েই চলেছে।