Bootstrap Image Preview
ঢাকা, ২৩ রবিবার, জুন ২০২৪ | ৯ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন সিইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৪:৫৭ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৪:৫৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি।

বুধবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন।

সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশন হতে ফিড নিয়ে প্রচার করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন ও রেডিওসমূহ বাংলাদেশ টেলিভিশনের কাছ থেকে ফিড নিয়ে প্রচার করতে পারবেন।

এ ব্যাপারে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণের আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনের সভা বসবে।

Bootstrap Image Preview