Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিসিআই টাকা দিচ্ছে না, লোকাল ট্রেনে রবি শাস্ত্রী !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০২:২৩ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০২:২৩ PM

bdmorning Image Preview


রবি শাস্ত্রী টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর নানা মহল থেকে নান রকম মন্তব্য উড়ে এসেছিল। কিন্তু কোনও মন্তব্য বা আলোচনাই শেষমেশ শাস্ত্রীর কোচ হওয়া আটকাতে পারেনি। শাস্ত্রী কোচ হওয়ার পরও অবশ্য আলোচনা থামেনি।

এবার সমর্থকরা শাস্ত্রীর ব্যাপারে নিজেদের অবস্থান বুঝিয়ে দিলেন। একখানা ছবি নিয়ে যাবতীয় আলোচনা। দেখা যাচ্ছে, মুম্বইয়ের লোকাল ট্রেনে চেপে ভ্রমন করছেন রবি শাস্ত্রী। ভারতীয় ক্রিকেট দলের কোচ কি না লোকাল ট্রেনে! প্রথম দেখায় সেই ছবি আপনাকেও চমকে দিতে পারে। এক সেকেন্ডের জন্য মন হতে পারে, তিনি সত্যিই রবি শাস্ত্রী! কিন্তু ক্ষণিকে ভ্রম ভাঙবে। আসলে তিনি রবি শাস্ত্রীর মতো দেখতে একজন।

লোকাল ট্রেনে ভ্রমনকারী সেই ব্যক্তি আদতে কে তা জানা যায়নি। তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় রবি শাস্ত্রীর মতো দেখতে এই ব্যক্তির ছবি ভাইরাল। আর সমর্থকরাও বুঝিয়ে দিলেন, আদতে কোচ রবি শাস্ত্রীকে নিয়ে তাঁরা ঠিক কী ভাবেন! যেমন কেউ একজন লিখলেন, রবি শাস্ত্রীজি এবার মুম্বইয়ের লোকাল ট্রেনে।

দেখুন, তিনি কতটা মাটির কাছাকাছি থাকা মানুষ! আর আপনারা এখনও তাঁর চরিত্রের উপর সন্দেহ করছেন! রবি শাস্ত্রীর মতো দেখতে সেই ব্যক্তিকে নিয়ে রীতিমতো মজার আলোচনা শুরু হয়ে গেল। অনেকে আবার পরোক্ষভাবে বলে গেলেন, সামনেই ২০১৯ বিশ্বকাপ। সেখানে ভারতীয় দল খারাপ পারফর্ম করলে শাস্ত্রীকে শেষ পর্যন্ত লোকাল ট্রেনেই ফিরে যেতে হবে হয়তো। তবে সব কিছুই হল মজার ছলে।

সূত্রঃ জিনিউজ

Bootstrap Image Preview