বরিশাল প্রতিনিধি:
বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে বরিশাল-১ আসন গঠিত। আসনটিতে বর্তমান ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ১৫৫ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসনটি নিজেদের দখলে রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এরই মধ্যে মাঠে কাজ শুরু করে দিয়েছে। অপরদিকে বিএনপির দলীয় কোন্দল বর্তমানে চরম আকার ধারণ করেছে।
২০০৮ সালের নির্বাচনের পর থেকেই এই দুই উপজেলার বিএনপির নেতাকর্মীরা তিন ভাগে বিভক্ত রয়েছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করেন, বিভক্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করে যোগ্য প্রার্থী মনোনীত করতে পারলে আসনটিতে তুমুল ভোটযুদ্ধ হবে।
সম্প্রতি সংস্কারবাদী হিসেবে পরিচিত সাবেক এমপি জহির উদ্দিন স্বপনকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে ফিরিয়ে নেওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব দেখা যাচ্ছে। তাই বিএনপিকে ঠেকিয়ে এ আসনটি ধরে রাখতে চায় আওয়ামী লীগ।
নির্বাচনী এলাকার বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে জানা যায়, ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ। পরে তিনি সংসদের চিফ হুইপ হন।
২০০১ সালের নির্বাচনে হাসানাত আব্দুল্লাহ বিএনপি প্রার্থী তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন স্বপনের কাছে পরাজিত হন এবং বরিশাল ত্যাগ করেন।
২০০৮ সালে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে পরাজিত করে এ আসনে এমপি নির্বাচিত হন।
দীর্ঘ ৮ বছর পর ২০০৯ সালে হাসানাত আব্দুল্লাহ বরিশালে ফেরেন এবং ২০১৪ সালের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধিতায় এমপি নির্বাচিত হন। বর্তমান সরকারের মেয়াদে আসনটির দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন ও আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন আবুল হাসানাত আবদুল্লাহ।
বর্তমানে বরিশাল-১ আসনটিতে আওয়ামী লীগ, বিএনপির পাশাপাশি মহাজোটের শরিক জাতীয় পার্টিও (এরশাদ) এককভাবে নির্বাচন করার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থী চুড়ান্ত করেছে।
বরিশাল জেলা জাপা সভাপতি অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল বলেন, এ আসনে প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ছেলে ড. অশোক গুপ্ত রয়েছেন।
এ দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করেন, বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন মনোনয়ন পেলে আসন্ন সংসদ নির্বাচনের ভোটে এ আসনে তুমুল প্রতিযোগিতা হবে।
অবশ্য স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, স্বপনকে নিয়ে তারা জোরেশোরে মাঠে নামতে পারছেন না। আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী ও পুলিশ তাকে এলাকায় প্রবেশ করতে বাধা দিচ্ছে।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন বলেন, এ আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বর্তমান সরকারের দশ বছরের উন্নয়নের কারণে হাসানাত বিপুল ভোটে জয়লাভ করবেন। বিএনপির নেতাকর্মীদের রাজনৈতিক মাঠে বাধা দেওয়ার কথা তিনি অস্বীকার করেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান সিকদার বলেন, আওয়ামী লীগকে পরাজিত করতে বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনের বিকল্প নেই।
এ আসনে বিএনপির মনোনয়ন লড়াইয়ে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ছাড়াও মাঠে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।