কোন নাম পরিচয় ছাড়া একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-২১-৭৪৭১)টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার বাড়ির পূর্ব পাশে পড়ে আছে।কিন্তু এই প্রাইভেট কারের মালিক কে?কেনই বা এখানে রেখে গিয়েছেন সেই বিষয়ই কেউ জানেন না।
গতকাল সোমবার ভোর বেলা থেকে এই প্রাইভেট কারটি পড়ে আছে মাশরাফির বাসার পূর্ব পাশে ।আজ মঙ্গলবার সকালেও গাড়িটি সেখানেই পড়ে রয়েছে।
প্রাইভেট কারের প্রসঙ্গে মাশরাফির পিতা গোলাম মর্তুজা স্বপন বলেন, কে বা কারা একটি প্রাইভেট কার গাড়িটি আমাদের বাসার পূর্ব পাশে রেখে গেলেন। অনেক সময় পেরিয়ে গেলেও কেউ নিতে আসেনি। বিষয়টি সন্দেহজনক দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন তিনি।