৩০-এ পা দিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি।প্রতিবার যে ভাবে জন্মদিন উজ্জাপন করেন, এবারও তার ব্যতিক্রম হল না।জন্মদিন উপলক্ষে আনুশকাদের পারিবারিক গুরু মহারাজ অনন্ত বাবার আশ্রমে যাবেন এই তারকা দম্পতি।
গতবার ২৯তম জন্মদিন নিজের সতীর্থদের সঙ্গেই কাটিয়েছিলেন বিরাট কোহলি। সেবার রাজকোটে উপস্থিত ছিলেন আনুশকাও। এবারের জন্মদিনেও বিরাটের সঙ্গ দিচ্ছেন তিনিই। কিন্তু নেই সতীর্থরা।
উইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ও একদিনের সিরিজ জেতার পর টি-টোয়েন্টি সিরিজে ভারত অধিনায়ককে বিশ্রামে পাঠিয়েছে বোর্ড। সামনেই আবার অস্ট্রেলিয়া সফর। তার জন্য প্রস্তুতিও নেবেন বিরাট।
অন্যদিকে আগামী মাসেই আবার 'জিরো' মুক্তি পাচ্ছে। সে কারণে শাহরুখ, ক্যাটরিনার সঙ্গে আনুশকাও ব্যস্ত হয়ে পড়বেন ছবির প্রচারে। এর মধ্যে বিরাটের জন্মদিনকে উপলক্ষ করে একান্তে কিছুটা সময় কাটাতে দেরাদুন পৌঁছেছেন এই তারকা দম্পতি।