দামি গাড়ি নিয়ে তরুণীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে বিপাকে পড়ে প্রেমিক! বিচিত্র এ কাণ্ডের একটি ভিডিও সম্প্রতি চীনে ভাইরাল হয়েছে। দামি গিফট, গাড়ি দেখেও ওই যুবকের প্রেমের প্রস্তাবে সাড়া দিলেন না তরুণী। এর পরেই ওই তরুণ জোরাজুরি শুরু করেন। রেগে গিয়ে ওই তরুণী তার বান্ধবীকে নিয়ে সেখান থেকে চলে যান।
তরুণ প্রেমিক ভেবেছিলেন, টাকা, গাড়ি ও দামি গিফট- এতসব দিয়েই হয়তো ‘ক্রাশের’ মন জিততে পারবেন। কিন্তু পরের কাণ্ড অকল্পনীয়। ভিডিওতে দেখা যাচ্ছে ফুলের তোড়া হাতে এক যুবক রাস্তায় অপেক্ষা করছেন। আশেপাশের পুরো এলাকা সাজিয়ে রেখেছেন তিনি। কিছুক্ষণ পরেই নিজের ‘ক্রাশ’কে আসতে দেখে, তার সামনে হাঁটু গেড়ে বসে প্রেমের প্রস্তাব দেন ওই যুবক।
কিন্তু যুবকের প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় রেগে যান ওই তরুণ। গিফটের প্যাকেটগুলো নিজের বন্ধুদের দিকেই ছুঁড়ে মারতে থাকেন। তেড়ে মারতে যান সবাইকে। অনেক কষ্টে শান্ত করা হয় তাকে। ওই তরুণ-তরুণীর নাম, পরিচয় জানা যায়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত কেউ একজন পুরো ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। তার পরেই ভাইরাল হয়ে যায় সেটি।
এদিকে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সম্প্রতি এক তরুণীকে গুলি করে পালিয়েছে প্রেম প্রত্যাখ্যাত এক যুবক। ভারতের দিল্লির ভরত নগর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ওই যুবককে আটক করেছে। ২৪ বছর বয়সী ওই তরুণী পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার সঙ্গে ওই যুবকের বহুদিনের পরিচয় থাকলেও প্রেমের সম্পর্কে জড়াতে রাজি হননি ওই তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক। প্রেমিকার খবর পেয়ে তার আত্মীয়ের বাড়িতে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই যুবক।